
অস্ট্রিয়ায় করোনার সর্ট ডিউটি (Kurz arbeit) আগামী জুন মাস পর্যন্ত বর্ধিত
ইউরোপ ডেস্কঃ আজ অস্ট্রিয়ায় শ্রমমন্ত্রী মার্টিন কোচার(ÖVP)এক সাংবাদিক সম্মেলনে বলেন,সরকার করোনার জন্য চলমান স্বল্প সময়ের কাজের মডেলটি আগামী জুন মাসের শেষ পর্যন্ত অর্থাৎ আরও ৩ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান স্বল্প সময়ের কাজটি আগামী ৩১শে মার্চ শেষ হওয়ার কথা ছিল। অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়,শ্রমমন্ত্রীর এই ঘোষণার পূর্বে মন্ত্রীপরিষদের বৈঠকে স্বল্প সময়ের কাজ আরও ৩…