ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি কালেক্টরেট স্কুল চত্তরে ফাগুন উৎসব আনন্দঘন পরিবেশে রাতভর নাচ গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে ও কালেক্টরেট স্কুল কতৃপক্ষের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে ফাগুন উৎসবে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম ফরিদ উদ্দিন,উপজেলা নিবার্হি কর্মকর্তা সাবেকুন নাহার সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সহ উৎসাহি শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। কালেক্টরেট স্কুলের ছাত্র ছাত্রিরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
বাধন রায় /ইবি টাইমস