হবিগঞ্জের চুনারুঘাটে শান্তিপুর্নভাবে ভোট গ্রহন চলছে

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট  পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শান্তিপুর্নভাবে ভোটগ্রহণ চলছে। এজন্য সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সকাল ৮টা থেকে প্রতিটি কেন্দ্রে ছিল ভোটাদের উপস্থিতি চোখে পড়ার মত। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটাররা ছিল বেশি।

এ পৌরসভায় মেয়র পদে লড়ছেন ৩জন।  এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদন্ধীতা করছেন ১১জন প্রার্থী। ১১টি কেন্দ্রে মোট ভোটার ১৪ হাজার ৪০২, এর মধ্যে পুরুষ ভোটার ৭১১১ জন ও নারী ভোটার রয়েছে ৭৩৯১জন।

প্রতিটি কেন্দ্রে আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি। নির্বাচন কর্মকর্তা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোতাব্বির হোসেন /কাজল ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »