ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গতকাল শনিবার সরকারের করোনার পদক্ষেপের বিরুদ্ধে রক্ষণশীলদের এক বিক্ষোভ চলাকালীন সময়ে পুলিশ প্রায় ১,৬০০ জনের বিরুদ্ধে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ প্রদর্শন করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর মধ্যে ১৮ জনকে অস্ট্রিয়ার ফৌজদারি মামলায় গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের জনৈক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এপিএ এই তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত ১৮ জনের বিরুদ্ধে সরকারের নিষেধাজ্ঞা প্রতিরোধের প্রচেষ্টা এবং নিরাপত্তা কর্মকর্তাদের উপর হামলা করার অভিযোগ আনা হয়েছে। তাছাড়াও আরও ৫ জনকে কোভিড -১৯ বিধি লঙ্ঘনের জন্য প্রশাসনিক আইনে করা হয়েছে। আজকের এই নিষিদ্ধ করোনার বিক্ষোভের প্রদর্শনের জন্য ভিয়েনার ১,০০০ হাজার পুলিশ সদস্যকে নিয়োজিত করা হয়েছে। পুলিশ সদস্যদের অভিযানের সময় করোনার সামাজিক দূরত্ব লঙ্ঘনের অভিযোগ ছিল ৬৭৫ জনের বিরুদ্ধে এবং মাস্ক না পড়ার অপরাধে অভিযুক্ত হয়েছেন ৬০৯ জন। কোভিড -১৯ বিধি লঙ্ঘনের জন্য এবং ২৮৮ জনকে সরকারের প্রশাসনিক অন্যান্য অপরাধের জন্য অভিযুক্ত হয়েছে।
অস্ট্রিয়ার বহাল প্রচারিত দৈনিক পত্রিকা Kronen Zeitung ভিয়েনা পুলিশের উদ্ধৃতি দিয়ে জানান, আজকের এই সরকার কর্তৃক নিষিদ্ধ করোনা বিরোধী বিক্ষোভে প্রায় ২,০০০ হাজার সদস্য অংশগ্রহণকারী ভিয়েনা কার্লস চার্চের সামনে রেসেলপার্কে সমবেত হয়েছিল। এর পরে তারা রিংস্ট্রাসে দিয়ে অগ্রসর হয়ে ভিয়েনার এক নাম্বার ডিস্ট্রিক্টের বাবেনবার্গার স্ট্রাসেতে এসে পুলিশের বাধার সম্মুখীন হন। পুলিশের মামলা, গ্রেফতার ও ধরপাকরের পর বিক্ষোভটি লন্ডভন্ড হয়ে যায়।
পত্রিকাটি আরও জানায়,স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার (ÖVP) সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজকের এই বিক্ষোভ প্রদর্শনের ডাক দেওয়ায় এর উদ্যোক্তাদের মধ্যে অন্যতম রুডল্ফ ফুয়ের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গুলি পরীক্ষা করে দেখছেন। আজকের এই বিক্ষোভে পুলিশ প্রশাসন পুলিশ স্কোয়াড নিয়ে অভিযানে অংশগ্রহণ করেন। পুলিশ আজকের এই বিক্ষোভে বেপোরোয়া মারধরের অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,পুলিশ সদস্যরা সরকারের নির্দেশিত করোনার বিধিনিষেধের লঙ্ঘনের আইন যথাযথভাবে পালন করেছেন। তিনি এই অভিযানের জন্য পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
কবির আহমেদ /ইবি টাইমস