ভোলায় ২য় দিনে করোনা ভ্যাকসিন নিলেন ২৭৮জন

ভোলা প্রতিনিধি: ভোলায় করোনা ভ্যাকসিন টিকা গ্রহণের দ্বিতীয় দিনে সস্ত্রীক করোনার টিকা নিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ ১২৫ জন পুলিশ সদস্যসহ ২৭৮ জন করোনা ভ্যাকসিন এর টিকা গ্রহন করেছেন। এসময় পুলিশ সুপার বলেন, করোনা ভ্যাকসিন টিকা নিয়ে  এখন পর্যন্ত ভাল আছি। কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। এসময় তিনি সবাইকে নিবন্ধন করে টিকা নিতে আহ্বান জানান।

এদের মধ্য ভোলা সদর হাসাপাতালে ১৫০ জন, দৌলতখানে ৮ জন, বোরহানউদ্দিনে ২৯ জন,  লালমোহনে ১৬ জন এবং তজুমদ্দিনে ৮ জন, চরফ্যাশনে ৫০ জন ও মনপুরাতে ১৭ টিকা গ্রহণ করেন। তবে পুরুষের অপেক্ষায় নারী টিকা গ্রহণে আগ্রহ খুবই কম। দ্বিতীয় দিনে মাত্র ১৮ জন নারী টিকা গ্রহন করেছেন।

জেলায় ৭টি কেন্দ্রে ৮টি বুথে এই টিকা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম জানান, যারা ভ্যাকসিন টিকা নিচ্ছেন আমরা বিভিন্ন পর্যায়ে তাদেরকে ফলোআপ করছি, খোজঁ খবর রাখছি। এখন পর্যন্ত কারও কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। ভ্যাকসিন নিয়ে সবাই সুস্থ রয়েছেন। সকাল ৯টা থেকে বিকেল ৩ পর্যন্ত টিকা প্রদান চলবে।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »