লালমোহন,ভোলাঃ মুজিববর্ষে ভোলার লালমোহনের নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেলথ্ ডেস্ক’র মাধ্যমে অনুকূল পরিবেশ সৃষ্টি, মানবিক সহায়তা এবং আইনী সেবা সমন্বয়ের লক্ষ্যে লালমোহ থানা ও দ্বীপ উন্নয়ন সোসাইটি (ডাস)’র মধ্যে ” সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারী) সাড়ে ১১টায় দ্বীপ উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ে “সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়।
দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবীস) দেবজিত পাল, লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ, কোস্ট ট্রাস্ট প্রতিনিধি রাশিদা বেগম।
পরে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) ও দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক।
এর আগে প্রতিবন্ধীতাকে জয় করে জীবনে সাফল্য অর্জন করায় ৪ প্রতিবন্ধীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সালাম সেন্টু /ইবি টাইমস