পৃথিবী থেকে করোনা ভাইরাস যাবে না বলে জানিয়েছেন,আমেরিকান চিকিৎসক নিকোলাস ক্রিস্টাকিস

ইউরোপ ডেস্কঃ করোনা ভাইরাসের আবির্ভাব পর থেকেই কিছু গবেষক বলে আসছেন বিশ্ব থেকে করোনা ভাইরাস আর কোন দিন যাবে না। করোনার কোভিড তার রুপ বা গঠন পরিবর্তন করে অন্যান্য ভাইরাসের মতোই পৃথিবীতে থেকে যাবে।

জার্মানির বহুল প্রচারিত জনপ্রিয় পত্রিকা “Die Zeit” জানিয়েছেন,দীর্ঘদিন যাবৎ বিশ্বের মানুষ যে ভয়ে ছিল সেটা এখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। পত্রিকাটি জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশিষ্ট চিকিৎসক নিকোলাস ক্রিস্টাকিস এক সাক্ষাৎকারে বলেছেন,”করোনা ভাইরাস চিরকাল থাকবে”। “আমাদের ভাইরাস নিয়েই বেঁচে থাকতে হবে”। মহামারীটি ভ্যাকসিনগুলির মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণে আনা যেতে পারে তবে ভাইরাসটি কখনই পুরোপুরি নির্মূল করা যাবে না। বিশ্বের অনেক চিকিৎসা বিশেষজ্ঞও বর্তমানে এমন ধারনাই পোষণ করছেন।

কারন কোভিড -১৯ ভাইরাস অত্যন্ত সংক্রামক, শক্ত এবং সে বিশ্বের বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। ইতিমধ্যেই কোভিড-১৯ এই পর্যন্ত একাধিকবার সে তার জিন পরিবর্তন করে নতুন রুপে রূপান্তরিত হয়েছে। তাছাড়াও বিশ্বের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ মানুষ করোনার ২ টি প্রয়োজনীয় ভ্যাকসিন গ্রহণে অনেক সময়ও পার হয়ে যাবে। এর ফলে এই বিশেষজ্ঞ চিকিৎসক নিকোলাস ক্রিস্টাকিস আশঙ্কা করছেন করোনা ভাইরাসের আরও নতুন নতুন মিউটেশন বা পরিবর্তিত রূপ আসতে পারে। এরফলে বিশ্বে পুনরায় সংক্রমণের বিস্তার ও মৃত্যুবরণের ঘটনাও বাড়তে পারে। “ভাইরাসটি এখনও বিশ্বে বেশ সক্রিয় অবস্থায় বিরাজমান” বলে দাবী করেছেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির জর্জিটাউন বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট হিসাবে কর্মরত অ্যাঞ্জেলা রাসমুসেন।

এই ভাইরোলজিস্টের আশঙ্কা করোনা ভাইরাস অতি শীঘ্রই সম্ভবত দুর্বল বা কম মারাত্মক হয়ে উঠবে না। “এই ভাইরাসটির দুর্বল হওয়ার জন্য খুব একটা চাপ নেই কারণ এটি ইতিমধ্যে ছড়িয়েছে এবং তার হোস্টদের অসুস্থ হওয়ার আগেই নতুন হোস্ট এবং পুনরায় প্রতিলিপি করার নতুন সুযোগগুলি খুঁজে পেয়েছে”। তিনি জানান, ভবিষ্যতে ভাইরাসটি সাধারণ ফ্লু ভাইরাস, HIV ভাইরাস বা হামের মতোই স্থানীয় রোগে পরিণত হয়ে সব সময়ের জন্য আমাদের মাঝে থেকে যাবে।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ১,০৫৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ২০ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ১৮৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২৭৪ জন,OÖ রাজ্যে ১৬৬ জন, Steiermark রাজ্যে ১৩২ জন,Salzburg রাজ্যে ৭৮ জন,Tirol রাজ্যে ৭৫ জন,Kärnten রাজ্যে ৬৯ জন, Burgenland রাজ্যে ৪৩ জন এবং Vorarlberg রাজ্যে ৩৩ জন নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪,২৪,৮৯৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮,০৩২ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৪,০৩,৩০২ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৩,৫৬২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৭৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৫৭১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »