ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর হাসপাতালে কোভিট-১৯ প্রতিরোধ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় আওয়ামি লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক এবং সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ভার্চুয়ালি উপস্থিত থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।
জেলা সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালি সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে ঝালকঠির জেলা প্রশাসক মো: জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লিগের সাধারন সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপপরিচালক এন এস আই আব্দুল কাদের ও উপজেলা নিবার্হী কর্মকতা সাবেকুন নাহার বিশেষ অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ জাফর আলী দেওয়ান ও স্বাস্থ্য শিক্ষা কর্মকতার্ গৌতম কুমার দাস। পরে জেলা প্রশাসক, সিভিল সার্জন, খান সাইফুল্লাহ পনির সহ ৫০ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়। ঝালকাঠি জেলায় এখন পর্যন্ত ৮৬৬ জন অনলাইনে ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করেছেন এবং আবেদন অব্যাহত রয়েছে। ঝালকঠি জেলায় ১২০০ ভ্যাকসিন এসেছে এবং এ থেকে ১২০০০ ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়া যাবে। প্রাথমিক পযার্য় ৬ হাজার ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়া হবে এবং ১মাস পরে এদেরকে দ্বিতীয় ডোচ দেওয়ার জন্য ৬ হাজার ভ্যাকসিন ডোচ সংরক্ষনে রাখা হবে।
বাধন রায় /ইবি টাইমস