চরফ্যাসন (ভোলা) : ভোলা চরফ্যাসনের সাংস্কৃতিক সংগঠন মালঞ্চ নাট্যমের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান পলিমাটির গান ও নাটক ময়নাদের কথা আয়োজন করা হয়েছে।
গতকাল শুক্রবার (৫ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় চরফ্যাসন উপজেলা পৌর শহরের প্রাণকেন্দ্র ফ্যাশন স্কয়ারে মালঞ্চ নাট্যমের আয়োজনে এবং শ্রাবণী খেলাঘর আসরের ও মধুমতি ডায়াগনস্টিক এর সার্বিক সহযোগীতায় এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নারীদের অবহেলা নয় ভালোবাসা ও সম্মান দেয়ার প্রতিচ্ছবি নিয়ে রচিত ময়নাদের কথা নাটকে অভিনয় করেন, কাশেম মিলিটারি, মো.তরিকুল ইসলাম,আরিনা,আতিকুর রহমান,শিপন,গিয়াসউদ্দিন,সেঁজুতি,ফয়সাল,শাকিল,জিহাদ, রাসেল,হৃদয়সহ আরও অনেকে। এসময় স্থানীয় শিল্পীরা নাচ ও গানে অংশগ্রহণ করেন।
মালঞ্চ নাট্যম ১৯৮২সালের ৫ ফেব্রুয়ারী স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর জাহের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ কয়সার আহমেদ দুলাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সভাপতি আব্দুর জাহের, সহ-সভাপতি ও অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সম্পাদক জিল্লুর রহমান তুহিনসহ আরও অনেকে।
জামাল মোল্লা /ইবি টাইমস