নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদ ‘নির্বাহী পরিচালক’ হিসেবে পদোন্নতি পেয়েছেন ভোলার দৌলতখানের কৃতি সন্তান বিশিষ্ট ব্যাংকার ওবায়দুল হক।
ওবায়দুল হক ১৯৬৩ সালের ২৩ অক্টোবর দৌলতখানে জন্মগ্রহণ করেন । পিতা মোঃ আসাদুল হক তালুকদার। তিনি ১৯৮৭ সালে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন। পরে ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। ২০০৩ সালে গভর্নর ফখরুদ্দিন বারোশো কর্মচারী ছাঁটাই করলে তিনি এর বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে ছাঁটাই ঠেকাতে সক্ষম হন । তিনি বাংলাদেশ ব্যাংক ওয়েলফেয়ার কাউন্সিলের সম্পাদক ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে পদোন্নতি লাভ করায়- ইউরো সমাচার সম্পাদক ও ইউরো বাংলা টাইমস এর এদিতর-ইন চিফ মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানান এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
রিপন শান,ব্যবস্থাপনা সম্পাদক /ইবি টাইমস