ভোলা: ভোলায় করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হবে আগামী বরিবার (৭ ফেব্রুয়ারি) থেকে। জেলার সাত উপজেলায় একযোগে এ টিকাদান শুরু হবে।
ভ্যাকসিন প্রদানের জন্য জেলা সদরে ৪টিসহ জেলার সাত উপজেলায় ১৬টি কাউন্টার বসানো হবে। প্রতিটি কাউন্টারে ২ জন নার্স ও ৪ জন স্বেচ্ছাসেবী সহ সর্বমোট ৬৪ জন দক্ষ স্বেচ্ছাসেবী ও নার্স ভ্যাকসিন কার্যক্রমে অংশ নিবেন।
ভোলার সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আমরা ভোলাতে প্রথম ধাপে ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পেয়েছি’। এসব টিকার মধ্যে জেলা সদরে ১৫ হাজার, দৌলতখান উপজেলায় ৯ হাজার, বোরহানউদ্দিন উপজেলায় ৯ হাজার, চরফ্যাশন উপজেলায় ১২ হাজার, মনপুরা উপজেলায় ৬ হাজার, তজুমদ্দিন উপজেলায় ৬ হাজার ও লালমোহন উপজেলায় ৯ হাজার ডোজ টিকা পাঠানো হবে।
প্রথম পর্যায়ে স্বাস্থ্য বিভাগ, পুলিশ, গনমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধি সহ ১৭ ক্যাটাগরির মানুষকে এ টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে। টিকা পাওয়ার জন্য অ্যাপসের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ৩০ হাজার জনকে পূনাঙ্গ ডোজ দেয়া হবে। এর আগে গত ২৯ জানুয়ারি ‘বেক্সিমকো ফার্মা’র একটি হিমায়িত কাভার্ডভ্যান যোগে ৬০ হাজার ডোজ টিকা ভোলা এসে পৌছায় । এসব করোনা টিকা স্বাস্থ্য বিভাগের ‘ইপিআই’ ভবনে সংরক্ষন করা হয়েছে।
সাব্বির আলম বাবু /ইবি টাইমস