ইতালিঃ মঙ্গলবার ২ ফেব্রুয়ারী সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের প্রেসিডেন্ট প্রাসাদে গণমাধ্যমকে এ তথ্য জানান ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেলা। ইতালির রাজনৈতিক নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসনে ব্যর্থ হলে সংবিধান অনুযায়ী ইতালির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নিয়োগের দায়িত্ব পান।
গতকাল মঙ্গলবার সাবেক ক্ষমতাসীন কোয়ালিশন সরকারের দলগুলির সাথে অন্যান্য রাজনৈতিক দলের আলোচনা ব্যর্থ হলে,রাজনৈতিক সঙ্কট সমাধানের বিষয়ে আলোচনার জন্য ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেলা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন প্রধান দ্রাঘিকে বুধবার ৩ ফেব্রুয়ারী প্রেসিডেন্ট প্রাসাদে ডেকেছেন। প্রেসিডেন্ট তাকে দেশের এই রাজনৈতিক সঙ্কট সমাধানের জন্য দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানাবেন এবং তিনি তা গ্রহণ করবেন বলে ঈঙ্গিত দেওয়া হয়েছে।
ইতালির সংবিধান অনুযায়ী রাজনৈতিক দল সমূহ প্রধানমন্ত্রী নির্বাচন করতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট দেশের গণ্যমান্য ব্যক্তিদের মধ্য থেকে একজনকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য আহবান জানাতে পারেন।
ইতালির সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ১৯৪৭ সালের ৩ সেপ্টেম্বর ইতালির রাজধানী রোমে জন্মগ্রহণ করেন। ইতালির এই শীর্ষ অর্থনীতিবিদ ও ব্যাংকার ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ইতালির আর্থিক স্থিতিশীলতা বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০০৫ থেকে ২০১১ পর্যন্ত ইতালির কেন্দ্রীয় ব্যাংক অব ইতালির গভর্নরও হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
২০১১ সালে ইউরোপীয় কমিশন কর্তৃক ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর তিনি ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা “ইউরো”কে শক্তিশালী করতে যথেষ্ট ভূমিকা রেখেছেন। ২০১৪ সালে বিশ্বের শ্রেষ্ঠ অর্থনৈতিক ম্যাগাজিন ‘দ্রাবি ফোর্বস ম্যাগাজিন’ এর নির্বাচনে তিনি বিশ্বের অষ্টম ক্ষমতাবান ব্যক্তি হিসাবে তালিকাভুক্ত হয়েছিলেন। ২০১৫ সালে, ফরচুন ম্যাগাজিন তাকে বিশ্বের “দ্বিতীয় বৃহত্তম নেতা” হিসাবে স্থান দিয়েছিলেন।
২০১৯ সালে আমেরিকার শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ও নিউইয়র্ক টাইমসের কলামিস্ট পল ক্রুগম্যান তাকে তর্কযোগ্যভাবে “আধুনিক সময়ের সর্বাধিক কেন্দ্রীয় ব্যাংকার” হিসাবে বর্ণনা করেছেন। ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেলার মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রেসিডেন্ট মাত্তেরেলা বুধবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন প্রধানকে ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য প্রেসিডেন্ট প্রাসাদে আমন্ত্রণ জানিয়েছেন। ধারণা করা হচ্ছে বা অনেকটাই নিশ্চিত যে, মারিও দ্রাঘি ইতালির প্রেসিডেন্টের অনুরোধ রাখবেন এবং তিনিই সাবেক প্রধানমন্ত্রী জিউসেপ্প কন্তের উত্তরসূরী হতে যাচ্ছেন।
মঙ্গলবার ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেলার সাথে প্রেসিডেন্ট প্রাসাদে এক বৈঠকের পর ইতালির জাতীয় সংসদের স্পিকার রবার্তো ফিকো বলেছেন, “বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল সমূহের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে আমি সংখ্যাগরিষ্ঠদের মতামত দেওয়ার বিষয়ে সর্বসম্মত ইচ্ছুক তা রেকর্ড করতে পারিনি।” গত সপ্তাহে ইতালির দলহীন প্রধানমন্ত্রী জিউসেপ্প কন্তে পদত্যাগ করলে ইতালিতে সরকার ভেঙ্গে পড়লে সরকারের নেতৃত্বে শূন্যতার সৃষ্টি হয়।
এদিকে গতকাল ইতালির জনপ্রিয় দৈনিক লা স্ট্যাম্পা পত্রিকাটিও জানিয়েছে যে,প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেলা দ্রাঘিকে প্রধানমন্ত্রীর ভূমিকার জন্য বিবেচনা করছেন। তবে প্রেসিডেন্ট অফিস পত্রিকাটির দাবি তাৎক্ষণিকভাবে এটি অস্বীকার করে বলেছে যে,তাদের মধ্যে এখনও কোনই যোগাযোগ হয়নি। অন্য একটি সূত্র জানিয়েছেন,প্রেসিডেন্ট মাত্তেরেলা মঙ্গলবার পর্যন্ত ক্ষমতাসীন জোটের দলগুলিকে প্রাক্তন প্রধানমন্ত্রী মাত্তেও রেঞ্জির ইটালিয়া ভিভা পার্টির সাথে সমঝোতা করার কথা বলেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী জিউসেপ্প কন্তের সরকার থেকে গত ১৩ই জানুয়ারী মাত্তেও রেঞ্জির ইটালিয়া ভিভা পার্টি সমর্থন প্রত্যাহার করলে দেশে রাজনৈতিক সঙ্কট শুরু হয়। ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেলা বর্তমানে ইতালিতে একজন “রাজনৈতিক রেফারী” হিসাবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার সকল রাজনৈতিক সংলাপ ব্যর্থ হওয়ার পর ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেলা বলেন, তিনি একটি “হাই-প্রোফাইল সরকার গঠনে সহায়তা করবেন, যা কোনও রাজনৈতিক সূত্রে নিজেকে চিহ্নিত করা উচিত নয়।” অন্য আরেকটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য প্রধানমন্ত্রী মারিও দ্রাঘিকে মাত্তিও রেঞ্জির দল ইতালিয়া ভিভা পার্টি পরবর্তী নতুন প্রধানমন্ত্রী হিসাবে সমর্থন জানাবেন।
ইয়াসমিন পুতুল /ইবি টাইমস