৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভোলাবানী পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও গুনীজন সম্মাননা

ভোলা: ইলশে নদীর তীর ঘেঁষা দ্বীপজেলার প্রথম পূর্নাঙ্গ মাল্টিমিডিয়া অনলাইন পত্রিকা ভোলাবাণী ডট কমের ৫ম বছর পূর্তি উপলক্ষে ৫ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল নয়টায় জেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত হবে গুণিজন সম্মাননা ও প্রতিনিধি সম্মেলন।

আলো ঝলমলে এ অনুষ্ঠানে মোঃ আবু তাহের (সাবেক সভাপতি, ভোলা প্রসক্লাব) এর সভাপতিত্বে মঞ্চে উপবিষ্ট থেকে আসন অলংকিত করবেন প্রধান অতিথি প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া, অধ্যক্ষ, ভোলা সরকারী কলেজ।

আমন্ত্রিত অতিথির তালিকায় আরো রয়েছেন, গেস্ট অব অনার- আলহাজ্ব জহিরুল ইসলাম নকিব (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ভোলা জেলা শাখা), বিশেষ অতিথি- রুহুল আমিন জাহাঙ্গীর, অধ্যক্ষ (অব.) সরকারী ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ভোলা। অতিথি হিসেবে আলোচনায় অংশ নেবেন,আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ ভোলা জেলা শাখা, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভোলা), আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন (সম্পাদক , দৈনিক আজকের ভোলা),মোঃ শরিফ উদ্দিন আহম্মদ (ব্যবস্থাপনা পরিচালক, এনসিওর ল্যান্ডমার্ক )।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে রয়েছে ৱ্যালি, অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, স্বাগত বক্তব্য,অতিথিদের বক্তব্য ,প্রধান অতিথির বক্তব্য,গুণিজন সম্মাননা প্রদান, সভাপতির বক্তব্য, ভোলাবাণীর প্রতিনিধি সম্মাননা।

ভোলাবানী ডট কমের ৫ম বছর পূর্তি উপলক্ষে গুণিজন সম্মাননা ও প্রতিনিধি সম্মেলন২০২১ এর নানা আয়োজনকে সফল করতে ভোলার সুধিজনের অংশগ্রহণ কামনা করেছেন ভোলাবাণী পরিবার।

সাব্বির আলম বাবু / ইবি টাইমস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »