নিউজ ডেস্কঃ লালমোহন বাজারের ঔষধ ব্যাবসায়ী, কেমিস্ট এন্ড ড্রাগীস্ট সমিতির সভাপতি, ইমা চক্ষু সেন্টারের পরিচালক আশ্রাফ উদ্দিন বাবলুর লিভার জটিলতায় গুরতর অসুস্থ অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে (শ্যামলী)ঢাকা ভর্তি করা হয়েছে।
এক সময়ে লালমোহনের সাংবাদিক হিসেবে খুবই পরিচিত মুখ, সদালপি, নিরহঙ্কার লোকটি আজ হাসপাতালে শয্যাশায়ী । আগামীকাল বুধবার সাংবাদিক বাবলু এর অপারেশন। লালমোহনের সাংবাদিকবৃন্দ, ইউরো সমাচার ও ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ মাহবুবুর রহমান এবং বাবলুর পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করেন ।