অস্ট্রিয়ায় ৮ ফেব্রুয়ারী থেকে ব্যবসা-বাণিজ্য, দোকান-পাট ও স্কুল খুলছে

চুল কাটতে সেলুনে করোনার নেগেটিভ সনদ লাগবে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর (প্রধানমন্ত্রী) সেবাস্তিয়ান কুর্জ (ÖVP) এক সাংবাদিক সম্মেলনে অস্ট্রিয়ার তৃতীয় লকডাউনের শিথিলতার ঘোষণা দিয়েছেন। তিনি খুব সতর্কতার সাথে আগামী ৮ ফেব্রুয়ারী থেকে অস্ট্রিয়ায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা- বাণিজ্য ও দোকানপাট খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তৃতীয়বারের লকডাউনে শিথিলতার ঘোষণা দেওয়ার পূর্বে আজ সোমবার ১লা ফেব্রুয়ারী অস্ট্রিয়ার সরকারের নীতি নির্ধারকরা দেশের বিরোধী দল, প্রাদেশিক গভর্নর এবং বিশেষজ্ঞদের সাথে আলোচনার পর এই সিদ্ধান্তের ঘোষণা দেন। সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ বলেন,আমাদের দেশে যদিও করোনার সংক্রমণের সংখ্যা এখনও চার অঙ্কে রয়েছে, তারপরও আমরা লকডাউন থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। তিনি আবারও আগামী ১৫ ফেব্রুয়ারী অবস্থা পর্যবেক্ষণের পর রেস্টুরেন্ট ও পর্যটন খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।

 

ফেডারেল চ্যান্সেলর আরও নিশ্চিত করেছেন যে, করোনার মিউটেশন ভাইরাসগুলি বর্তমানে আমাদের দেশেও সক্রিয় আছে। আমাদের তৃতীয়বারের লকডাউনের সাফল্য হ’ল সংক্রমণের বিস্তার অনেকটাই কমিয়ে আনতে পেরেছি। কাজেই এখন আমাদের খুব সতর্কতার সাথে চলতে হবে । চ্যান্সেলর  সেবাস্তিয়ান কুর্জ বলেন,আমরা সকলেই একমত হয়েছি যে,স্কুলগুলি সেমিস্টার বিরতির পর পুনরায় খুলে দেওয়া হবে।

৮ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয়ে আবারো মুখোমুখি ক্লাস অনুষ্ঠিত হবে, নিম্ন ও উচ্চ গ্রেডের ক্লাশে শিফটে চালানো হবে। কেবলমাত্র যাদের করোনার পরীক্ষা করা যেতে পারে তারা পাঠে অংশ  নিতে পারে, অন্যথায় দূরত্বের শিক্ষায় অংশগ্রহণ প্রযোজ্য। করোনা পরীক্ষা স্কুল গুলিতেই অনুষ্ঠিত হবে।

হেয়ারড্রেসার এবং অন্যান্য দেহ-আলিঙ্গন পরিষেবা প্রদানকারীদেরও ৮ ফেব্রুয়ারি থেকে কঠোর শর্তে পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে এই সমস্ত প্রতিষ্ঠানে করোনার নেগেটিভ সনদ প্রদর্শন করতে হবে। যা ৪৮ ঘণ্টার বেশি পুরানো নয় এমন নেগেটিভ সনদ প্রদর্শন করতে হবে। প্রতিটি দোকানে এফএফপি ২ মাস্ক বাধ্যতামূলক পড়তে হবে এবং ২০ বর্গ মিটারে সর্বোচ্চ একজন করে গ্রাহক থাকতে পারবে।

তিনি আরও ঘোষণা দেন,বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন খুব ধীরে ও সতর্কতার সাথে পুনরায় আবার চালু করা যেতে পারে। এফএফপি ২  মাস্ক বাধ্যতামূলক করে জাদুঘর, চিড়িয়াখানা এবং গ্রন্থাগারগুলি (লাইব্রেরী) ৮ ফেব্রুয়ারী থেকেই খুলে দেওয়ার অনুমতির কথা জানান। ব্যক্তিগত ক্ষেত্রের আচরণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে কুর্জ স্থানীয় জনগণকেও দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন,”আপনি ও আমরা সবাই যদি এফএফপি ২ মাস্ক ও সামাজিক দূরত্ব যথাযথভাবে মেনে চলি,তাহলে ভাইরাসটি আমাদের মধ্যে আর ছড়াতে পারবে না। তিনি নিজের থেকে দায়িত্ব নিয়ে নিজেই নিজের সুরক্ষা নিশ্চিত করতে বলেছেন।

অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার(গ্রীনস) বলেন,আশা করছি দেশে আগামী ইস্টারের মধ্যে ২০ লাখ করোনার ভ্যাকসিন ডোজ প্রদান সম্পন্ন হবে। তার ফলে ২০ লাখ মানুষ করোনার ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকবে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ১,১২৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫৭ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ২৫২ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২২২ জন,OÖ রাজ্যে ১৫৭ জন, Steiermark রাজ্যে ১৪০ জন,Salzburg রাজ্যে ১১৩ জন,Tirol রাজ্যে ৯৫ জন,Kärnten রাজ্যে ৭৮ জন, Vorarlberg রাজ্যে ৪২ জন এবং Burgenland রাজ্যে ২৫ জন করোনায় নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪,১৫,৫২২ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৭,৭৭৮ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৩,৯৩,৭৪৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৩,৯৯৭ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৮৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৪১৫ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »