লালমোহনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে সাবেক চেয়ারম্যান কর্তৃক বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ’র বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধাগণ।

রবিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান সংসদ কমান্ড’র আয়োজনে লালমোহন চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহে আলম কুট্টি, সহকারী কমান্ডার মোঃ শাহজান মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র উপদেষ্টা শফিকুল ইসলাম বাদল, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড’র সভাপতি আনম শাহজামাল দুলাল।

এসময় বক্তারা বলেন, অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ একজন বীর মুক্তিযোদ্ধা। যিনি দেশের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন, অথচ তাঁর সম্মান ক্ষুন্ন করা ও এলাকার উন্নয়ন কাজকে ব্যহত করার অপচেষ্টায় মিথ্যে অভিযোগ তুলে মামলা করেছেন উপজেলার সাবেক চেয়ারম্যান একেএম নজরুল ইসলাম।

তাই এলাকার উন্নয়নের স্বার্থে বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজ মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড’র সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সন্তান প্রভাষক রিপন শান প্রমূখ।

সালাম সেন্টু /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »