ভোলা: ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলে প্রার্থী এ্যাডভোকেট মোঃ ফরিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী এ্যাডভোকেট নুরুল আমীন নূরনবী।
এ সময় ১৭০ জন ভোটের মধ্যে ১৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসব মুখর নির্বাচনে সভাপতি পদে ৯০ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপি সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট মোঃ ফরিদুর রহমান। সাধারণ সম্পাদক পদে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের প্রার্থী এ্যাডভোকেট নুরুল আমীন নূরনবী ৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া সহ সভাপতি পদে বিএনপি সমর্থিত এ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু, এ্যাডভোকেট জাকির হোসেন মনু, সহ সাধারন সম্পাদক পদে এ্যাডভোকেট ইফতারুল হাসান শরিফ, অর্থ সম্পাদক পদে এ্যাডভোকেট ইলিয়াস সুমন, পাঠাগার সম্পাদক পদে এ্যাডভোকেট পলাশ চন্দ্র দাস, সদস্য পদে এ্যাডভোকেট মোঃ ছালাউদ্দিন আহমেদ প্রিন্স ও এ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন নির্বাচিত হন। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে বিজয়ী হয়েছেন, সহ সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মোঃ জাকির হোসেন রিপন, ধর্ম সম্পাদক পদে এ্যাডভোকেট মহিউদ্দিন হেলাল,পাঠাগার সম্পাদক পদে এ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জুবলী চৌধুরী ও সদস্য পদে এ্যাডভোকেট মোঃ আবুল কাশেম নির্বাচিত হন।
এদিকে নির্বাচনে রিটার্নি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জজ মোঃ শামসুদ্দিন। তাকে সহযোগিতা করেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট জুলফিকার আহমেদ আহমেদ, সদস্য এডভোকেট মফিজুল ইসলাম রাজু, এডভোকেট কৃষ্ণ পদ দে।
সাব্বির আলম বাবু/ ইবি টাইমস