চরফ্যাসন,ভোলা : আসন্ন পৌরসভার নির্বাচনে বিএনপির মেয়র পদে দূজন প্রার্থী আর আওয়ামী লীগ এর একক প্রার্থী। বিএনপির দূই মেয়র প্রার্থী হলেন সাবেক মেয়র উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ নঃ ম আমিরুল ইসলাম মিন্টিজ অপরজন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সিকদার। আওয়ামী লীগের একক মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ।
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সমর্থীত মেয়র প্রার্থী সাবেক মেয়র আঃ নঃ ম আমিরুল ইসলাম মিন্টিজ আর কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়ন সমর্থীত মেয়র প্রার্থী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সিকদার।
পৌর বাসিন্দাদের প্রশ্ন বিএনপির মেয়র প্রার্থী কে? দুজনই ধানের শীষ নিয়ে নেত্রীর ছবি সহ স্ব স্ব পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল করে যাচ্ছেন। এদিকে সম্প্রতি সাবেক এমপি নাজিম উদ্দিন আলম চরফ্যাসনে এসে দলীয় সিদ্ধান্ত হিসেবে আমিরুল ইসলাম মিন্টিজ কে দলীয় মেয়র প্রার্থী ঘোষনার পরপরই অপর কেন্দ্রীয় স্থানীয় সন্তান নুরুল ইসলাম নয়ন প্যানেল থেকে সেচ্চাসেবক দলের সভাপতি ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সিকদার কে দলীয় ভাবে মনোনয়ন দিয়েছেন।
এদিকে আওয়ামী লীগ এর মনোনয়ন পাওয়ার পর মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ মেয়র প্রার্থী খবরে আওয়ামীলীগের কার্যালয়ের সামনে শতশত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরন করতে দেখা গেছে। সন্ধ্যায় খন্ড খন্ড কয়েকটি মিছিল করছে নৌকার পক্ষে। চরফ্যাসনের মাটির সন্তান হিসেবে পরিচিত কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন জাতীয় নির্বাচনে অংশ নিতে দলীয় ফরম সংগ্রহ করেছিলেন। সেই থেকেই বিএনপির কোন্দল প্রকাশ্য রুপ নেয়।
এ ছাড়া ছাত্রদলের কমিটির সময় আলম গ্রুপ এবং নয়ন গ্রুপের মধ্যে কয়েকদফা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছিল। গত কয়েক মাস পূর্বে ভোলা সদরে স্বেচ্চাসেবক দলের কাউন্সিলে আলম গ্রুপ এবং নয়ন গ্রুপ হামলা পাল্টা হামলায় প্রায় ২০ / ৩০ জন উভয় গ্রুপের নেতা কর্মী আহত হয়। এবার এর ব্যতিক্রম হবে না বলে চরফ্যাসন পৌরবাসী মনে করেন। শেষ পর্যন্ত কে হবেন বিএনপির মেয়র প্রার্থী তা এখন দেখার বিষয়। আগামী ২ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী কাকে করবেন তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। দলীয় সাধারণ কর্মীরা পড়েছেন বিপাকে কে পাবেন ধানের শীষ ?
জামাল মোল্লা /ইবি টাইমস