চরফ্যাসন(ভোলা) : আজ ৩০ জানুয়ারী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার সংবাদে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মিষ্টি বিতরন করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও সাংগঠনিক সম্পাদক আহাম্মদ উল্লাহ মিয়াকে মিষ্টি খাওয়ান পৌর যুবলীগের সভাপতি হাজী মোহাম্মদ শহিদ উল্লাহ, প্রভাষক সোলাইমান,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল আলম বিপ্লব প্রমখ । শত শত নেতা কর্মী দলীয় কার্যালয়ের সামনে ভীর জমান। পরে নৌকা, নৌকা শ্লোগানে মুখরিত করে পৌর বাজারে সাধারন ভোটারদের একটি মিছিল করতে দেখা গেছে। নৌকার পক্ষে মিছিল করলেন চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দীন চাষীসহ অনেকে ।
আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ মোরশেদ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। রাজনৈতিক জীবনে ছাত্রলীগ,যুবলীগের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন আজকের মেয়র প্রার্থী মোঃ মোরশেদ। পৌরসভার ভোটাররা বলছেন এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে মোরশেদ কে নির্বাচিত করবেন।
পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বাকী বিল্লাহ বলেন,আগামী ২৮ ফেব্রুয়ারি তরিখে সারাদিন পরিবারের সকল নিয়ে নৌকায় ভোট দিয়ে সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি`র হাত শক্তিশালী করবো। নৌকার বিজয় নিশ্চিত।
উল্লেখ্য চরফ্যাসন পৌরসভায় ২৭ হাজার ৫শ ৭১ জন ভোটার চরফ্যাসন পৌরসভায়। পুরুষ ১৪ হাজার৩১৯ জন এবং মহিলা ভোটার রয়েছে ১৩ হাজার ২৫২ জন। আগামী ২ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন,২৮ ফেব্রুয়ারি ভোট । এবারের নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে।
জামাল মোল্লা /ইবি টাইমস