ঝালকাঠি জেলায় করোনা প্রতিরোধ ভ্যাকসিন এসেছে

ঝালকাঠি: ঝালকাঠি জেলায় করোনা প্রতিরোধ ভ্যাকসিন এসেছে। শুক্রবার বেলা ২টায় পুলিশ পাহারায় ভ্যাকসিন এসেছে এবং ইপিআই ভবনে ভ্যাকসিন নতুন বসানো ফ্রিজে সংরক্ষণ করা  হয়েছে।

ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালী আনুষ্ঠানিকভাবে ভ্যকসিন গ্রহণ করেন। প্রাথমিকভাবে ১২হাজার ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়ার জন্য ১২শত ভ্যাকসিন আসছে। ভ্যাকসিন রাখার জন্য ফ্রান্সে তৈরি ইউনিসেফ বড় আকারের ফ্রিজ সরবারহ করেছে। ৪ফিট সাড়ে ৯ফিট দৈঘ্য ও সাড়ে ৩ফিট প্রস্তের ফ্রিজের উচ্চতা সোয়া সাত ফিট। পেসিফিক মেন্টেইনান্স এনার্জি কঞ্জারভেটিব ট্রাস্ট ফ্রিজ সংযোজনের কারিগরি কাজ করছে এবং এই প্রতিষ্ঠানটি আগামী ৩বছর মেন্টেইনান্সের দায়িত্বে থাকবে। ২-৮ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় ভ্যাকসিনগুলো রাখা হবে এবং প্রয়োজনে তাপমাত্রা কমানো বা বাড়ানো যাবে। ফ্রিজটি সম্পূর্ন অটোমেটিক।

প্রথমধাপে ঝালকাঠি জেলা সহ উনিশটি জেলায় করোনা ভেকসিন পাঠানো হচ্ছে এবং রাখার জন্য স্ব স্ব জেলায় এই ধরনের ফ্রিজগুলো সংযোজন করা হচ্ছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা: রতন কুমার ডালি, ভ্যাকসিন রাখার সংযোজন করা ফ্রিজের কাজকর্ম তত্বাবধান করছেন। তিনি জানান এই ফ্রিজটিতে শুধু করোনা ভ্যাকসিন নয় জেলার অন্যন্য ফ্রিজে রাখার মতো ভ্যাকসিনগুলি এখানে রাখা যাবে।

বাধন রায় /ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »