সমলোচনা ও ষড়যন্ত্র করেও জনগনের মন জয় করতে পারেনি বিএনপিঃ ওবায়দুল কাদের

ঢাকাঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই জয়। তিনি বলেন, বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি,তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) লক্ষীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপিকে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকায় ধন্যবাদ জানিয়ে বলেন, অতীতের মতো এবার তারা মাঝ পথ থেকে সরে যায়নি। তিনি বিজয়ী মেয়র ও কাউন্সিলরদেরও অভিনন্দন জানান।

লক্ষীপুরের প্রায় সকল সড়ক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, লক্ষীপুরের দীর্ঘদিনের স্বপ্ন চৌমুহনী হতে লক্ষীপুর পর্যন্ত মহাসড়ক চারলেনে উন্নীত করতে যাচ্ছে সরকার। তিনি বলেন এরই মধ্যে নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে। কুমিল্লা -লাকসাম-চৌমুহনী চারলেন,ফেনী- নোয়াখালী -সোনাপুর মহাসড়ক চারলেনের কাজ চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।

কাদের বলেন, সড়কে শৃঙ্খলা ফিরে না আসলে যতই  উন্নয়ন করা হোক, কোন লাভ হবে না। তাই সড়কে জরুরী ভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, দল করলে নিয়ম – শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের সুনাম নষ্ট হয় এমন কোন কাজ যারা করবে তাদের দল থেকে বের করে দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

তিনি বলেন, দশটা উন্নয়ন কাজ ম্লান হয়ে যায় একটা খারাপ কাজের জন্য। তাই যে অপরাধ করবে তার বিরুদ্ধে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ওবায়দুল কাদের বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, স্থানীয় রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। তিনি নেতাকর্মীদের সততার পতাকা হাতে নিয়ে সুনামে ফিরে আসারও জোর আহবান জানান।

মনোনয়নের  জন্য দলকে ক্ষতি না করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শতভাগ আস্থা রাখতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশের জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সংশয়মুক্ত হয়ে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান।  জনগনকে কোন প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান তিনি।

ঢাকা/ইউবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »