হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ওজন কম দেয়ায় দুইটি ফিলিং স্টেশনসহ ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত। জানাযায় বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুল ইসলাম ও বিএসটিআই সিলেটের পরিদর্শক মাসুদ রানা উপজেলার বড়চরে ফোর এস ফিলিং স্টেশন ও নুরপুরে মা ফিলিংস্টেশনে অভিযান চালান। এ সময় তেল পরিমাপ করার যন্ত্রে ত্রুটিপান। ওই দুই ফিলিং স্টেশন ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এছাড়াও শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজারে অভিযান চালিয়ে একই অভিযোগে মোরগী ব্যবসায়ী রাজু মিয়া কে ১ হাজার, গরুর মাংস বিক্রেতা সুমন মিয়া কে ২ হাজার ও ড্রাইভার বাজারে গরু মাংস বিক্রেতা আল আমিন কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে ইউরো বাংলা টাইমস কে বলেন,দুইটি ফিলিং স্টেশনেই ওজনে কম দিয়ে গ্রাহকদের ঠকানো হচ্ছিল। একই সাথে মাংস ও মুরগী বিক্রেতারাও ওজনে কম দিয়ে ক্রেতাদের সাথে প্রতারনা করছিল। আজকে কম টাকা জরিমানা করে সর্তক করে দিয়েছি। এরপরও যদি এ রকম পাওয়া যায় তাহলে বিশাল অংকের টাকা জরিমানা বা জেল দেয়া হবে।
মুতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস