ভোলা: ভোলা পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মঞ্জুরুল ইসলাম ও অবিনাশ নন্দি সমর্থকদের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই গ্রুপের ৬ জন গুরুতর আহত হয়।
আজ বুধবার শহরের ভদ্রের পোল ও স্টেডিয়াম রোড এলাকায় কয়েক দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর পর সংবাদ সম্মেলন করে হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন কাউন্সিলর প্রার্থী অবিনাশ নন্দী। এসময় তিনি বলেন, সকালে গণসংযোগকালে মঞ্জুরুল ইসলাম সমর্থিতরা পেছন থেকে তার উপর অতর্কিত হামলা চালায় । এতে প্রার্থী অবিনাশ নন্দিসহ তার পাঁচ সমর্থক গুরুতর আহত হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান অবিনাশ নন্দি।
তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর প্রার্থী মঞ্জুরুল ইসলাম দাবি করেন প্রতিপক্ষ অবিনাশ নন্দির সর্মথকরা তার সমর্থকদের উপর হামলা চালায়। এতে করে তার এক সমর্থক আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।
সাব্বির আলম বাবু/ইবি টাইমস