নিউজ ডেস্ক: ভারতে অব্যাহত রয়েছে কৃষক আন্দোলন। প্রজাতন্ত্র দিবসে গতকাল কৃষকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ভারতের ৩২টি কৃষক সংগঠন একযোগে এ আন্দোলনে অংশ নেয়। পায়ে হেঁটে ও ট্রাক্টর চালিয়ে দিল্লী অভিমুখে রওনা হয় কৃষক সংগঠনগুলো। তবে অন্যদিন গুলোর তুলনায় এদিন বেশ আগ্রাসী দেখা যায় কৃষকদের। পাল্টা ধাওয়ায় এ পর্যন্ত ৮৭ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেই সাথে আংশিকভাবে বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে দিল্লী। এদিকে প্রজাতন্ত্র দিবসের ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে দেশটিতে। পশ্চিমবঙ্গে বিজেপি সংসদ সদস্য সুকান্ত মজুমদারের সৌজন্যে টাঙানো ব্যানারটিতে মোদির পায়ের নিচে রবীন্দ্রনাথসহ বাঙালি মনীষীদের দেয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়।
নিউজ ডেস্ক/ইউবি টাইমস