নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট হিসেবে শপথের পর প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনালাপ, ফোনালাপে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে সতর্ক করেছেন তিনি।
প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় বাইডেনকে অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট। ফোনালাপে দুই প্রেসিডেন্টের মধ্যে রাশিয়ায় বিদ্যমান সরকার বিরোধী আন্দোলন ও দুই দেশের মধ্যকার অবশিষ্ট পারমানবিক চুক্তি নিয়া কথা হয়। ট্রাম্প প্রশাসন রাশিয়ার ব্যাপারে বেশ নমনীয় ছিলেন বলে যে অভিযোগ ছিলো, মেয়াদকালের শুরুতেই তার ঠিক উল্টো পথে হাটা শুরু করেছেন নয়া প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের স্বার্থে আঘাত হানে রাশিয়ার এমন যেকোন পদক্ষেপকে যুক্তরাষ্ট্র কোনভাবেই সমর্থন করবে না বলে নিজের অবস্থান পরিস্কার করেন বাইডেন। দুইদেশের প্রেসিডেন্টের মধ্যকার ফোনালাপে কোন উষ্ণ কথাবার্তার ইঙ্গিত পাওয়া না গেলেও রাশিয়া বলছে, দু’দেশের সম্পর্ক স্বাভাবিক হলে তা বৈশ্বিক স্থিতিশীলতার জন্যই মঙ্গলজনক।
নিউজ ডেস্ক/ইউবি টাইমস