প্রচার-প্রচারণায় জমে উঠেছে টাঙ্গাইল পৌরসভা নির্বাচন

টাঙ্গাইলঃ আগামী ৩০ জানুয়ারি টাঙ্গাইল পৌরসভা নির্বাচন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে, তৈরি হচ্ছে উত্তেজনাও।

সকাল থেকেই প্রার্থীরা তাদের দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

অন্যদিকে, ভোটাররা বলছেন, যারা উন্নয়ন করবে তাদেরকেই ভোট দেবেন। দল নয়, প্রার্থী বিবেচনা করে ভোট দিতে চান তারা। ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কার কথাও জানান অনেক ভোটার।

ভোটাররা বলেন, আমরা চাই সুষ্ঠ একটি নির্বাচন। যেখানে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো। তারপরও যে প্রার্থী সৎ ও ভালো মানুষ আমরা যাকে যোগ্য মনে করবো, যে আমাদের এলাকার উন্নয়ন করবে তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবো। তবে সরকারের কাছে একটাই দাবি, নির্বাচন যেন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী সিরাজুল হক আলমগীর বলেন, “ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য পৌর নির্বাচনে মেয়র পদে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি সবার দোয়া, ভালবাসা আর সার্বিক সহযোগিতা কামনা করছি”। সেই সাথে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ জানুয়ারি নির্বাচনে আমি বিপুল ভোটে জয়লাভ করবো বলে শতভাগ আশাবাদী।

বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মাহদুল হক সানু বলেন, প্রশাসন যদি তাদের সঠিক দায়িত্ব পালন করে এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুর্ষ্ঠিত হয় তাহলে অবশ্যই আমি বিপুল ভোটে জয়লাভ করবো। তিনি বলেন, আমার বাবা এই পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। আমি যদি জয়লাভ করি তাহলে টাঙ্গাইল পৌরবাসীকে নিয়ে আমার বাবার সকল স্বপ্ন পুরণ করার চেষ্টা করবো। পৌরবাসীর মৌলিক অধিকার বাস্তবায়ন করবো।


অপরদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত মো: আব্দুল কাদের বলেন, টাঙ্গাইল পৌরসভা নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে অবশ্যই আমি জয়লাভ করবো। আমরা চাই সুষ্ঠ একটি নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আর ভোটাররা আমাকেই ভোট দিবে।

এদিকে নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটার যেনো নিরাপদে কেন্দ্রে যেতে পারেন, সেটি নিশ্চিত করা হয়েছে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করার জন্য প্রতিনিয়ত নির্বাচনী বিভিন্ন এলাকা পরিদর্শন করছে কমিশন। কোন প্রার্থী যেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করতে না পারে সে দিকে নজর রাখা হচ্ছে।

দেশজুড়ে তৃতীয় দফায় পৌরসভা নির্বাচনে টাঙ্গাইল পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮টি ওয়ার্ড নিয়ে গঠিত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে সিরাজুল হক আলমগীর, বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীক নিয়ে মাহমুদুল হক সানু ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাত পাখা প্রতীক নিয়ে মো: আব্দুল কাদের।

পৌরসভায় ১৮টি ওয়ার্ডে ৩৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৭৭ জন সাধারণ কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লাখ ২৪ হাজার ৪২৫ জন। এদের মধ্যে ৬০ হাজার ৩৩৪ জন পুরুষ ও ৬৪ হাজার ৯১ জন মহিলা ভোটার রয়েছে।

টাঙ্গাইল/ইউবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »