স্পোর্টস ডেস্ক: টমাস টুখেলকেই নতুন কোচ নিয়োগ দিয়েছে চেলসি। কাল ক্লাবের ওয়েবসাইটে এই খবর জানায় স্টামফোর্ড ব্রিজের দলটি। চেলসির ইতিহাসে প্রথম জার্মান কোচ হিসেবে দায়িত্ব পেলেন পিএসজির এই সাবেক বস।
সবকিছু ঠিক করাই ছিলো। তাই ফ্রাংক ল্যাম্পার্ডকে দেড় বছরের মাথায় বরখাস্ত করার পরের দিনই নতুন কোচ নিয়োগ দিতে পেরেছে চেলসি। জার্মান কোচের সঙ্গে দেড় বছরের চুক্তিপত্রে এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রেখেছে লন্ডনের ক্লাবটি। টুখেলও পিএসজিতে তিন বছরের চুক্তিতে যোগ দিয়ে গত মাসে দেড় বছরের মাথায় বরখাস্ত হন। প্যারিসের ক্লাবটিকে দুটি লিগ ওয়ানের সঙ্গে একটি করে ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপ জিতিয়েছেন টুখেল। গত মৌসুমে ক্লাবের ইতিহাসে প্রথমবার দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তোলেন ৪৭ বছর বয়সী এই কোচ। নতুন ক্লাবে দলকে সাফল্যের পথে ফেরানোই মূল চ্যালেঞ্জ তার। সে লক্ষ্যেই মঙ্গলবার নিয়োগ নিয়ে সন্ধ্যায় দলের অনুশীলনে হাজির হয়ে যান টুখেল। আজ স্টামফোর্ড ব্রিজে উলভারহ্যাম্পটনের বিপক্ষে দলের লিগ ম্যাচেও তাকে ডাগআউটে দেখা যাবে। প্রিমিয়ার লিগে ছন্দ হারানো চেলসি পয়েন্ট টেবিলের দশে নেমেছে।
স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস