ঢাকা: চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নজির বিহীন ভোট ডাকাতির নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অনিয়মের বিষয়ে অভিযোগ দিতে বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যান বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় নির্বাচন কমিশনে তাদের অভিযোগ তুলে ধরেন তারা। সাংবাদিকদের রিজভী বলেন, নির্বাচনে সহিংস পরিস্থিতি তৈরি করা হয় চট্টগ্রামে। সহিংসতায় হতাহতের ঘটনায় সরকার দলীয় নেতা-কর্মীদের দায়ি করেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি অভিযোগ করেন, ভোটাররা ভোট দিতে পারেননি, বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। নির্বাচন কমিশনে অভিযোগ দিলেও তারা নীরব ভুমিকা পালন করছে বলেও মন্তব্য করেন রিজভী।
ঢাকা/ইউবি টাইমস