সাভারঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২৪শে) জানুয়ারি সাভার পৌরসভার উত্তর জামশিং এলাকায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন ইলিম।
এ সময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি জিল্লুর রহমান, জহিরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ফিরোজ,
এছাড়া আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম, বাবুল হসেন, হাফেজ দেলোয়ার, আমিনুল ইসলাম সহ অন্যান্য স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা সহ দেশে ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মোঃ জীবন হাওলাদার /ইবি টাইমস