সাভারঃ সাভারে মিলেনিয়াম একাডেমির নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।২২শে জানুয়ারি (শুক্রবার) সকালে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড পূর্ব রাজাশনের পলুমার্কেট এলাকায় স্কুলটির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক হাজী মান্নান পাটোয়রির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সাভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সেলিম মিয়া।
এসময় প্রধান অতিথির বক্তব্যে হাজী সেলিম মিয়া বলেন আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে সবাইকে সচেতন এবং ঐক্যবদ্ধ হতে হবে।প্রতিটি এলাকা মদক মুক্ত করতে প্রশাসনের পাশাপাশি জনগণের ভূমিকা রাখতে হবে।নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে এবং অনেক বেশি যত্নবান হতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজাশন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও রাজাশন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,সাভার ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ইদ্রিস আলী,সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিউল বাশার শফিক,আলহেরা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,মেরিন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হালিম,আমেনা প্রি-ক্যাডেটের প্রধান শিক্ষক মাওলানা ফারুক আলম,লুটাস প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক লিটন কুমার সাহা, মিলেনিয়াম একাডেমির প্রধান শিক্ষক নূর আলম,অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা,অভিভাবকমন্ডলী,ছাত্র-ছাত্রীসহ আরো অনেকে।
জীবন হাওলাদার /ইবি টাইমস