ঢাকা: কাল ভারতের দেয়া ২০ লাখ ডোজ টিকার পাশাপাশি ব্যক্তিগতখাতে আরও ১৫ লাখ টিকা আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
বুধবার (২০ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, বৃহস্পতিবার মোট ৩৫ লাখ করোনার টিকা দেশে আসছে। ভারতের পাশাপাশি চীন ও রাশিয়াসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশে করোনার টিকা সরবরাহ করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশে এবং দেশের বাইরে কর্মসংস্থান সৃষ্টি করতে সরকার কাজ করছে। এজন্য আফ্রিকার দেশগুলোতে জমি লিজ নিয়ে কৃষি কাজের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কথা ভাবছে সরকার। এ কাজের জন্য প্রাথমিকভাবে সুদান ও গাম্বিয়াসহ কয়েকটি দেশের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে বলে জানান একে আব্দুল মোমেন।
এরআগে, আফ্রিকার কৃষি জমি কেন্দ্রীক কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে যোগ দেন তিনি।
ঢাকা/ইউবি টাইমস