স্পোর্টস ডেস্ক: অলরাউন্ডার সাকিব আল হাসান ও অভিষিক্ত পেসার হাসান মাহমুদের বোলিং তোপে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
বুধবার (২০ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মাত্র ১২২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সাকিব ৮ রানে ৪টি এবং অভিষেক ম্যাচ খেলতে নামা হাসান ২৮ রানে নেন ৩ উইকেট।
২৪ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে বিদায় দেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে সফরকারী ওপেনার সুনীল অ্যামব্রিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মুস্তাফিজ। রিভিউ সিস্টেম নিয়েও বাঁচতে পারেননি ৭ রান করা অ্যামব্রিস।
বৃষ্টির কারনে চতুর্থ ওভারের পর কিছুক্ষণ খেলা বন্ধ ছিলো। পরবর্তীতে মাঠে আবারো বাংলাদেশকে উইকেট শিকারের আনন্দে মাতিয়ে তুলেন মুস্তাফিজ। আরেক ওপেনার জসুয়া ডা সিলভাকে বিদায় করেন তিনি। ৯ রান করেন জসুয়া। দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দশম ওভারে বোলিংএ পরিবর্তন আনেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এক প্রান্ত দিয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা হাসান মাহমুদ ও অন্য প্রান্তে সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় ওভারেই উইকেট পেয়ে যান সাকিব। ৩৪ বলে ১২ রান করা ম্যাকার্থিকে বোল্ড করেন সাকিব। ঘরের মাঠে ১৫০তম উইকেট শিকার করেন সাকিব। জেসনের সাথে ৪৫ বলে ২১ রানের জুটি গড়েন ম্যাকার্থি। প্রতিপক্ষের অধিনায়ক জেসনকেও দ্রুত বিদায় দেন সাকিব। নিজের চতুর্থ ওভারে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের স্টাম্পিংএর সহায়তা নিয়ে ক্যারিবীয় অধিনায়ককে ১৭ রানে থামান সাকিব। পরের ওভারে আবারো ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানেন সাকিব। রানের খাতা খোলার আগেই এনক্রুমার বোনারকে লেগ বিফোর আউট করেন তিনি। তাই মুস্তাফিজ-সাকিব তোপে ৫৬ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ষষ্ঠ উইকেটে দারুন এক জুটি গড়েন কাইল মায়ারস ও রোভম্যান পাওয়েল। মায়ারস ও পাওয়েলের ব্যাটিংএ ২৭তম ওভারে শতরানের স্বাদ নেয় ক্যারিবীয়রা। প্রথম স্পেলে ৩ ওভারে ১৪ রান দিয়েছিলেন অভিষেক ম্যাচ খেলতে নামা হাসান। দ্বিতীয় স্পেলে আক্রমনে এসে ১০ রান দেন তিনি। তবে হতাশ হননি এই তরুন পেসার। নিজের পঞ্চম ওভারের প্রথম দু’বলে দু’টি উইকেট শিকার করেন হাসান। পাওয়েলকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন হাসান। ২টি করে চার ও ছক্কায় ৩১ বলে ২৮ রান করেন পাওয়েল। মায়ারসের সাথে ষষ্ঠ উইকেটে ৬৩ বলে গুরুত্বপূর্ণ ৫৯ রান যোগ করেন পাওয়েল। পাওয়েলের বিদায়ে উইকেটে গিয়ে প্রথম বলে হাসানের বলে লেগ বিফোর হন রেমন রেইফার। ১১৫ রানের পাওয়েল-রেইফারের আউটের পর বাকী ৩ উইকেটে বেশি দূর যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৭ রান যোগ করে ১২২ রানে থামে সফরকারীরা। ৭ দশমিক ২ ওভারে ৮ রানে ৪ উইকেট নেন সাকিব। নিষেধাজ্ঞা শেষে এটিই সাকিবের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিলো। অভিষেক ম্যাচ খেলতে নামা হাসান ৬ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন। ২০ রানে ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ। ২৯ রানে ১ উইকেট নিয়েছেন মিরাজ।
জয়ের জন্য ১২৩ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে দলকে ভালো শুরু এনে দেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ১০ ওভারে ৩৯ রান যোগ করেন তারা। ১৪তম ওভারে দলীয় ৪৭ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙ্গেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার আকিল। ৩৮ বলে ২টি চারে ১৪ রান করা লিটনকে বোল্ড করেন আকিল। লিটনের বিদায়ে উইকেটে তামিমের সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত। তিন নম্বরে খেলার সুযোগটা কাজে লাগাতে পারেননি শান্ত। আকিলের দ্বিতীয় শিকার হয়ে মাত্র ১ রান করেন শান্ত। ফলে ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ১০ রানের ব্যবধানে ২ উইকেট পতনের পর বাংলাদেশকে সামনের দিকে টেনে নিয়ে যান তামিম ও সাকিব। জুটিতে ৪১ বলে ২৬ রান যোগ করেন তারা। তামিমকে আউট করে এই জুটি ভাঙ্গেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ। ৭টি চারে ৪৪ রান করেন তামিম। বল খেলেছেন ৬৯টি। অন্যদিকে, ৪৩ বলে খেলে ১৯ রান করে আউট হন সাকিব। দলীয় ১০৫ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাকিব ফিরে যাবার পর ৯৭ বল বাকী রেখে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। ৩৬ বলে অবিচ্ছিন্ন ২০ রান করেন মুশফিক-রিয়াদ। ৩১ বলে ১টি চারে মুশফিক অপরাজিত ১৯ ও রিয়াদ ১৬ বলে ১টি চারে অপরাজিত ৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আকিল ১০ ওভারে ২৬ রানে ৩টি উইকেট নেন। আকিলসহ এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ছয়জনের অভিষেক হয়।
ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। আগামী ২২ জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস