স্পোর্টস ডেস্ক: লেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে। কাল নিজেদের মাঠে চেলসিকে ২-০ গোলে হারিয়ে চলতি মৌসুমে প্রথমবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো ব্রেন্ডন রজার্সের দল। দুইয়ে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
চেলসির বিপক্ষে ম্যাচের শুরুতে আক্রমনে থেকে প্রথম সুযোগেই গোল তুলে নেয় লেস্টার। ষষ্ঠ মিনিটে নাইজেরিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার আলফ্রেড এনডিডি ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন। গোল করে আরো আক্রমনাত্মক ফুটবল খেলে লেস্টার। ৪১ মিনিটে দলের ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার জেমস মেডিসন ব্যবধান দ্বিগুন করেন। দ্বিতীয়ার্ধে চেলসি লেস্টারের জালে বল পাঠালেও অফসাইডে কাটা পড়ে গোল। এই জয়ে লেস্টার ১৯ খেলায় ৩৮ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেডকে এক পয়েন্ট পেছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে উঠেছে। সমান খেলায় চেলসি ২৯ পয়েন্ট নিয়ে আটে রয়েছে।
স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস