ইউরোপ ডেস্কঃ আজ স্পেনের পত্রিকা “Marca” জানিয়েছেন,অস্ট্রিয়ান এই ফুটবলারের সাথে স্পেনের রাজকীয় ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদের সাথে ৪ বৎসরের এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।
পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্রীষ্মে ডেভিড আলাবা বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদে চলে যাবেন। ইতিমধ্যেই কোচ জিনেদিন জিদানের দলের সাথে চুক্তির পর তার সফল মেডিকেল চেক-আপ সম্পন্ন হয়েছে। ডেভিড আলাবার বর্তমান বাজার মূল্য ৬৫ মিলিয়ন ইউরো ধরা হয়েছে।
অর্থাৎ স্পেনের রিয়াল মাদ্রিদ এখন আলাবার জন্য জার্মানির বায়ার্ন মিউনিখ ফুটবল ক্লাবকে ৬৫ মিলিয়ন ইউরো প্রদান করতে হবে। আর ফুটবলার ডেভিড আলাবা রিয়েল মাদ্রিদ থেকে পাবে বৎসরে প্রায় ১১ মিলিয়ন ইউরো।
পত্রিকাটি আরও জানিয়েছে, জার্মানির বায়ার্ন মিউনিখ ফুটবল ক্লাবের সাথে আলাবার চুক্তি ৩০ জুনে শেষ হচ্ছে -তাই সে বিনা মূল্যে লস ব্লাঙ্কোসে যেতে পারবেন। অর্থাৎ ডেভিড আলাবা বিনামূল্যে স্থানান্তর হতে পারবেন,এর জন্য বায়ার্ন মিউনিখকে তার কিছু দিতে হবে না। অস্ট্রিয়ার এই মধ্য মাঠের গেম মেকার ২০০৮ সাল থেকে বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন। আলাবা বায়ার্ন মিউনিখের সাথে এই এক যুগের পথ পরিক্রমায় ২ বার চ্যাম্পিয়ন্স লীগ চ্যাম্পিয়ন এবং ৯ বার জার্মানির লীগ চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেছে।
গত নভেম্বর মাসে এফসি বায়ার্ন মিউনিখ ক্লাবের নির্ধারিত সময়সীমা পাস করার অনুমতি দেওয়ার পর তার চুক্তি প্রস্তাবটি ক্লাবের প্রতিরক্ষা প্রধানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর ১ জানুয়ারী থেকে বায়ার্ন মিউনিখের সিইও কার্ল-হাইঞ্জ রুমানিগের থেকে অনুমতি পাওয়ার পর আলাবার ম্যানেজার পিনি জাহাবি বিভিন্ন দলের সাথে দেন দরবার করেন। ডেভিড আলাবার স্থানান্তরের ব্যাপারে ইতিমধ্যেই ইউরোপের টপ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন্ট-জার্মেইন, লিভারপুল এফসি এবং চেলসি এফসি সহ ইউরোপের শীর্ষ ক্লাবগুলির সাথে আলাবার স্থানান্তরের বিষয়ে আলোচনা হয়েছে।
ডেভিড আলাবা অস্ট্রিয়ার ফুটবলারের মধ্যে প্রথম খেলোয়াড় যিনি সবচেয়ে বেশী মূল্যে এক ক্লাব থেকে অন্য ক্লাবে স্থানান্তরিত হলেন। ২৮ বৎসর বয়স্ক এই অস্ট্রিয়ান ফুটবলার গত ডিসেম্বর মাসে সপ্তমবারের মতো অস্ট্রিয়ার “ফুটবলার অফ দ্য ইয়ার” নির্বাচিত হয়েছেন। David Olatukuno Alaba ১৯৯২ সালের ২৪ শে জুন ভিয়েনায় জন্মগ্রহণ করেন। তার বাবা George Alaba ৬১ বৎসর বয়স্ক জন্মসূত্রে একজন নাইজেরিয়ান নাগরিক এবং মা Gina Alaba একজন নার্স যিনি জন্মসূত্রে একজন ফিলিপাইন্সের নাগরিক। আলাবার থেকে ২ বৎসরের ছোট তার বোন Rose May Alaba একজন গায়িকা,গীতিকার ও রেকর্ডিং আর্টিস্ট।
আলাবা শিশু বয়সেই অস্ট্রিয়ার Erste Bank উদ্যোগে ক্ষুদে শিশুদের জন্য ফুটবল ক্যাম্পে প্রথম স্থান অধিকার করে সংবাদ শিরোনাম হয়েছিলেন। পরবর্তীতে ২০০১-২০০২ ফুটবল মৌসুমে SV Aspern ক্লাবে পেশাদারী খেলোয়ার হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপর ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রিয়ার অন্যতম টপ ফুটবল ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন। ডেভিড আলাবা অস্ট্রিয়া জাতীয় ফুটবল দলের অধিনায়কেরও দায়িত্ব পালন করেছেন।
কবির আহমেদ/ ইউবি টাইমস