নিউজ ডেস্ক: বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ৪৯ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ৯ কোটি ৬০ লাখের বেশি। এদিকে, করোনা পরিস্থিতিতে ইউরোপ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে দেয়া নিয়ে প্রশাসনিক দ্বিধা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে।
গেল একদিনে বিভিন্ন দেশে আরো ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত পাঁচ লাখের কাছাকাছি। এরমধ্যে, যুক্তরাষ্ট্রেই মৃত্যু দেড় হাজারের মতো। নতুন শনাক্ত দেড় লাখের মতো। এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে ২৬ জানুয়ারি থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে করোনার নতুন ধরনের সংক্রমণ থেকে এখনই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দিতে রাজি নন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে, সোমবার অক্সফোর্ডের করোনা টিকার ল্যাব ঘুরে দেখেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। মার্চ থেকে মে মাসের মধ্যে করোনা পরিস্থিতি ভালো হবে বলে প্রত্যাশা তার।
নিউজ ডেস্ক/ইউবি টাইমস