নিউজ ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট অভিনেতা ও নাট্য পরিচালক মজিবুর রহমান দিলু আর নেই, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মজিবুর রহমান দিলুর অভিনয় শুরু মঞ্চ দিয়ে। ১৯৭২ সালে বিটিভির তালিকাভুক্তি শিল্পী হন তিনি। ১৯৭৬ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করেন দিলু। তবে মাঝে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি।
তার অভিনীত নাটকগুলোর মধ্যে তথাপি, সময় অসময় ও সংশপ্তক উল্লেখযোগ্য। বিটিভিতে প্রচারিত সংশপ্তক নাটকে ‘বড় মালু’ চরিত্রে অভিনয় করে বহুল পরিচিতি পান তিনি। অভিনয় জগতে তাঁকে বড় মালু নামেই চেনেন অনেকে।
নিউজ ডেস্ক/ইউবি টাইমস