টাঙ্গাইল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সারাদিন উপজেলার ঘাটাইল পশ্চিম পাড়া এলাকায় আর্মি মেডিক্যাল কোর সেন্টার এন্ড স্কুলের তত্ত্বাবধানে বিনামুল্যে এ চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
এ সময় আর্মি মেডিক্যাল কোর সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবদুল্লাহ আল হারুন, প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মামুনুর রশিদসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ক্যাম্পেইনে দেড় হাজারেরও বেশি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
টাঙ্গাইল প্রতিনিধি/ইউবি টাইমস