নিউজ ডেস্ক: রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ করায় বেশকিছু কর্মীকে আটক করা হয়েছে। এদিকে, সমালোচক দেশগুলোকে অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর পরামর্শ দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ।
সোমবার নাভালনিকে একমাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। আদালত কক্ষ থেকেই এক ভিডিওবার্তায় তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর প্রতিবাদে এবং তাঁকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবিতে বিক্ষোভ করে তাঁর সমর্থকরা। শৃঙ্খলা ভঙ্গের দায়ে গ্রেফতার করা হয় তাদের বেশ কয়েকজনকে।
রবিবার রাতে জার্মানির থেকে মস্কোয় পা রাখা মাত্র আটক করা হয় নাভালনিকে। এদিকে, ইউরোপের দেশগুলোর পাশাপাশি এবার পুতিনের কট্টর সমালোচক নাভালনির মুক্তি কামনা করেছে তুরস্ক। তবে নাভালনি প্রকৃতই দোষী উল্লেখ করে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ।
নিউজ ডেস্ক/ইউবি টাইমস