চরফ্যাসন(ভোলা): আসন্ন চরফ্যাসন পৌরসভাসহ ৫ম ধাপে ৩১ টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষনানুযায়ী চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী চরফ্যাসন পৌরসভাসহ ৩১ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ৪র্থ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল। এই ধাপের নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারী। যাচাই-বাছাই হবে ৪ ফেব্রুয়ারী এবং প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ১১ ফেব্রুয়ারী।
চরফ্যাসন পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই প্রার্থীরা চরফ্যাসন বাজারে আসা মুরব্বী ভেটারদের কাছে দোয়া নিতে ও সালাম দিতে দেখা গেছে। চরফ্যাসন পৌরসভায় মোট ভোটার রয়েছে ২৫ হাজার ৫ শ ৩১ জন। উল্লেখ্য,চরফ্যাসন পৌরসভার বর্তমান মেয়াদ শেষ হবে ৮ মার্চ
জামাল মোল্লা/ ইউবি টাইমস