ঢাকা: করোনা নিয়ন্ত্রনে ব্যর্থ হয়ে এখন টিকা নিয়ে সরকার দুর্নীতি লুটপাট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে শেরে বাংলানগরের মাজারে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব।
এসময় মির্জা ফখরুল বলেন, মহান মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মানে জিয়াউর রহমানের অসামান্য অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যারা জিয়াউর রহমানের অবদান ইতিহাস থেকে মুছে ফেলতে চায় তারাই ইতিহাস থেকে মুছে যাবে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, সরকার গনতন্ত্রকে হত্যা করেছে। ৩৫ লাখ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে, গুম ও হত্যা করা হয়েছে। এমন পরিস্থিতিতে গনতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।
ঢাকা প্রতিনিধি/ইউবি টাইমস