এইচএসসি ও সমমানের ফল প্রকাশে আইনের সংশোধনী সংসদ উত্থাপন

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রস্তুত রয়েছে । সংসদে আইন পাস করার পরই এ ফলাফল দ্রুত প্রকাশ করা হবে ।

এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বোর্ড আইনের সংশোধনী বিল সংসদে উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী। পরে তা একদিনের মধ্যে যাচাই-বাছাই শেষে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। তবে, এ বিলের বিরোধিতা করে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য ফখরুল ইমাম।

এরআগে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদের অধিবেশন। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া, সংসদে কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল এবং দি সিভিল কোর্ট সংশোধন বিল-২০২১ সংশোধনে উত্থাপিত হয়।

ঢাকা প্রতিনিধি/ইউবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »