অস্ট্রিয়া প্রধান বিরোধীদল,বর্তমান সরকারের সাথে বৃহৎ কোয়ালিশন করার আগ্রহ প্রকাশ !
ইউরোপ ডেস্কঃ আজ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ফ্রি টুডে (Heute) পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে ভিয়েনার রাজ্য গভর্নর ও সিটি মেয়র মিখাইল লুডভিগ(SPÖ) এই আগ্রহের কথা জানান। অস্ট্রিয়ার ক্ষমতাসীন দল অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP) বর্তমানে অস্ট্রিয়ান Green পার্টির সাথে মিলে কোয়ালিশন সরকার গঠন করেছেন। তবে ইদানিং বিভিন্ন বিষয়ে ÖVP ও Green এর মধ্যে প্রায়ই মতবিরোধ দেখা দিচ্ছে।…