চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। একটি রেজিমেন্টের মাধ্যমে ক্ষমতা দখল করে বসে আছে আওয়ামী লীগ। তাদের কাজ হলো ভোট চুরি করা।
সোমবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে মহানগর বিএনপি আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।
সভায় আমীর খসরু আরো বলেন, দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে আওয়ামী লীগ বের হয়ে আসতে পারবে না। জনগণের সমর্থন নিয়ে এগিয়ে গেলে সিটি নির্বাচনে নিশ্চিতভাবে বিএনপির সফলতা আসবে বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম প্রতিনিধি/ইউবি টাইমস