ইউরোপ ডেস্কঃ অষ্ট্রিয়ায় লকডাউন বর্ধিতের জন্য প্রধান বিরোধীদল SPÖ সরকারকে স্বাগত জানিয়েছেন,কিন্ত রক্ষণশীল দলের FPÖ সরকারের এই বর্ধিত লকডাউন ঘোষণার তীব্র প্রতিবাদ করেছেন।
অষ্ট্রিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী যেমনটি প্রত্যাশা করা হয়েছিল যে,রবিবার সরকার চলমান লকডাউনটি বর্ধিত ও আরও কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। সেই অনুযায়ী সরকার লকডাউন বর্ধিতের ঘোষণা সহ গণপরিবহন ও কেনাকাটায় এফএফপি ২ মাস্ক পড়া বাধ্যতামূলক করায় অস্ট্রিয়ার প্রধান বিরোধীদল সোস্যালিস্ট পার্টি (SPÖ) এর প্রধান ডা.পামেলা রেন্ডি-ভাগনার এই সিদ্ধান্তকে সময়োপোযোগী বলে অভিনন্দন জানিয়েছেন। কিন্ত অন্য বিরোধীদল FPÖ এর প্রধান নরবার্ট হোফার বলেন,আমরা সরকারের এই সিদ্ধান্তে হতাশ হয়েছি। তিনি সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন।
অষ্ট্রিয়ার নতুন দল NEOS এর প্রধান বিট মেইনল-রিসিঞ্জার লকডাউন বর্ধিতের প্রতি সমর্থন জানিয়ে বলেন, বিশেষত যোগাযোগের ক্ষেত্রে সংকট ব্যবস্থাপনা নতুন করে শুরু করার আহ্বান জানিয়েছেন। প্রধান বিরোধীদল SPÖ প্রধান পামেলা রেন্ডি-ভাগনার এই লকডাউন বর্ধিতের জন্য অবাক হননি। তিনি এক সাক্ষাৎকারে বলেন,আমাদের দেশে সংক্রমণ বিস্তারের গতি অব্যাহত রয়েছে এবং তার উপর বৃটেনের নতুন মিউটেশন ভাইরাসের সংক্রমণের বিস্তার ক্রমশ বৃদ্ধি অব্যাহত রয়েছে। এটি আমাদের জন্য এক চ্যালেঞ্জ হয়ে আবির্ভূত হচ্ছে। তিনি সরকারকে ভ্যাকসিন প্রদানের গতি আরও বাড়ানোর জন্য অনুরোধ করেন।
কবির আহমেদ/ ইউবি টাইমস