বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিনীর মৃত্যুতে এটমিক রিপোর্টার্স বাংলাদেশের শোক

নিউজ ডেস্কঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিনী বুলাহ আহম্মেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিজ্ঞান-প্রযুক্তি ও পরমাণু শক্তি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন এআরবি।

এটমিক রিপোর্টার্স বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আরিফুল সাজ্জাত মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বুলাহ আহমেদ আজীবন কাজ করেছেন নারীর ক্ষমতায়ন নিয়ে। ষাটের দশকে স্বাধীনতার প্রস্তুতিমূলক আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহন করেন। মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া এই মহিয়সী নারী ছিলেন জাতীয় মহিলা পরিষদের অন্যতম সংগঠক। নারীর ক্ষমতায়ণ ছাড়াও সমাজকল্যাণ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করেছেন তিনি।

বুলাহ আহম্মেদ আজ রবিবার (১৭ জানুয়ারি) সকাল আনুমানিক ৮:৪৫ ঘটিকায় ঢাকার সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক ছেলে, আত্মীস্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »