গাজীপুর: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকার করোনার টিকা বিনামূল্যে প্রদান করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো.আব্দুল মান্নান। তিনি শনিবার(১৬ জানুয়ারি) গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা জানান।
স্বাস্থ্য সচিব আরো বলেন, বেসরকারি খাতে টিকা কিভাবে প্রয়োগ হবে, সেটাও সরকার থেকে নির্ধারণ করে দেয়া হবে। তবে অবশ্যই সরকারি টিকা প্রদানের আগে নয় বলেও নিশ্চিত করেন তিনি।
আব্দুল মান্নান বলেন, দেশে করোনা টিকা উৎপাদনের বিষয়ে যাচাই–বাছাই চলছে । বিশ্ব স্বাস্থ্য নিয়ম মেনে আবিস্কার ও উৎপাদন করা হলে অনুমোদন দেয়ার বিষয়টি ভেবে দেখবে সরকার।
এর আগে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের নামে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
গাজিপুর প্রতিনিধি/ইউবি টাইমস