নিউজ ডেস্ক: বাংলাদেশ কোস্ট গার্ড পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল, বিয়ার ও গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন বরিশাল থেকে গোপন সংবাদের ভিত্তিতে কালাবদর নদীর লাহার হাট হোগলা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় এম এল সোহাগী লঞ্চ তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিয়ার জব্দ করা হয়।তবে এখানে কাউকে আটক করা যায়নি।পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কাছে হস্তান্তর করা হয়।
অপরদিকে, বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মংলা দাকোপ থানাধীন বুড়িরডাবর এলাকা এবং বাগেরহাট জেলার মোংলা থানার বাজুয়া গরুরহাট এলাকায় পৃথক দুটি অভিযানের মাধ্যমে চার কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন- সুদেব প্রামান্য (৩৩) ও সোহেল হালদার (২১। কোস্ট গার্ড জানিয়েছে আটক হওয়া দু’জনই মাদক কারবারের সাথে জড়িত।
নিউজ ডেস্ক/ ইউবি টাইম