লালমোহন,ভোলাঃ ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ইউসুফ আলী আরিন্দা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
শনিবার ১৬ জানুয়ারি সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ১নং ওয়ার্ড কচুখালী গ্রামে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী আরিন্দ ওই এলাকার মৃত গফুর আলী আরিন্দার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন, নিহতের ছেলে শাহে আলম, পুত্রবধু মমতাজসহ আরও ২জন।
নিহতের ছেলে শাহে আলম জানায়, সকালে বাড়ির পাশের ফসলী জমির বেড়া দিতে গেলে পাশ্ববর্তী বাড়ির আজাহার, ছিটু, ইব্রাহিম, শহিদুল, জাকির ও আল ইসলামদের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষেরুপ নেয়। এ সময় হামলার শিকার হয়ে নিজ বাড়িতেই মারা যায় বৃদ্ধ ইউসুফ আলী।এ বিষয়ে জানতে আজহারদের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ পোস্টমর্টেমের জন্য ভোলা পাঠানো হবে।
এ ঘটনায় নিহতের ছেলে শাহে আলম বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলেও জানায় পুলিশ। থানায় মামলা নং-১৩, তারিখ-১৬ জানুয়ারি ২০২১।
সালাম সেন্টু/ ইউবি টাইমস