ঢাকা: দ্বিতীয় ধাপে সারাদেশে শনিবার (১৬ জানুয়ারি) ৬০ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরইমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ৬০টি পৌরসভার মধ্যে ২৮ টি পৌরসভায় ইভিএমে ও ৩২ টিতে ব্যালটের মাধ্যেমে ভোট নেয়া হবে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।
দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের জন্য ৬১ টি পৌরসভার তফসিল ঘোষণা করা হলেও সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া মামলাজনিত কারণে পাবনার সুজানগর পৌরসভার ভোট স্থগিত হয়েছে। অন্যদিকে প্রথম ধাপে তফসিল হওয়া গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভোট এ ধাপের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ৩ ডিসেম্বর দ্বিতীয় ধাপের ৬১ টি পৌরসভা নির্বাচেনর তফসিল ঘোষণা করে ইসি।
ঢাকা প্রতিনিধি/ইউবি টাইমস