স্পোর্টস ডেস্ক: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে বিদায় করে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হয়েছে অ্যাথলেটিক বিলবাও। লা লিগায় দ্বাদশ স্থানে থাকা দলটির কাছে কাল ২–১ গোলে সেমিফাইনাল হেরে যায় মাদ্রিদ জায়ান্টরা।
মালাগার মাঠে ম্যাচের শুরুতে রিয়াল বল দখলে এগিয়ে থাকলেও তাদের আক্রমনে তেমন ধার ছিলো না। তার ওপর মৌসুমের শুরু থেকে আলো ছড়ানো লুকাস ভাসকেস এদিন ছিলেন বিবর্ন। ১৮ মিনিটে এই স্পেনিয়ার্ড তারকার ভুলেই পিছিয়ে পড়ে জিদানের দল। ডি–বক্সের ডান দিকে প্রতিপক্ষের পায়ে বল তুলে দেন ভাসকেস। বিলবাওয়ের দানি গার্সিয়া রক্ষণচেরা পাস বাড়ান। রাউল গার্সিয়া বল ধরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন। ৩৮ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান এই স্পেনিয়ার্ড মিডফিল্ডার। ইনিগো মার্তিনেসকে রাইট ব্যাক ভাসকেস পেছন থেকে টেনে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমন করে যাওয়া রিয়ালের পক্ষে আসোনসিওর দু–দুটি প্রচেস্টা পোস্টে ও ক্রসবারে বাধা পায়। ৭৩ মিনিটে করিম বেঞ্জামা ব্যবধান কমালেও ভাগ্যের ফেরে ম্যাচে ফেরার গোল পায়নি গত মৌসুমের চ্যাম্পিয়নরা।
রোববার সেভিয়ার মাঠে হবে শিরোপার লড়াই।
স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস